গোলটেবিল আলোচনা সভা
নরসিংদী প্রতিনিধি ॥ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষ্যে নরসিংদী জেলা “সুজন-সুশাসনের জন্য নাগরিক” এর উদ্যোগে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।
বুধবার(২৯সেপ্টেম্ব)সকাল ১১টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সুজনের সহ-সভাপতি ও আজীবন সদস্য এম.মোজাম্মেল হক।
আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তথ্য অধিকারের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক গোলাম মোস্তাফা মিয়া।
জনপ্রতিনিধি হিসেবে তথ্য অধিকারের বিষয়ে বাস্তব অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সদর উপজেলার নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ খাদেমুল ইসলাম ফয়সাল। তথ্য অধিকার প্রয়োগে বিভিন্ন বিপত্তি ও অপব্যাখ্যার দিক তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি ও ঢাকা বিশ^বিদ্যালয় সিনেট সদস্য শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা।
সুজনের ঢাকা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান-এর সঞ্চালনায় সভার শুরুতে তথ্য অধিকার, “সুশাসনের অঙ্গীকার; তথ্যই শক্তি,তথ্যই মুক্তি” শ্লোগান নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯ উপলক্ষ্যে রচিত “তথ্য অধিকার আইন-২০০৯ ঃ প্রয়োগের বাস্তবতা,চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ক কিনোট উপস্থাপন করেন জেলা সুজনের সাধারণ সম্পাদক হলধর দাস। কিনোটের উপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সুজন নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মোস্তাক আহমেদ ভূঞা, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, লেখক ও কলামিস্ট সরকার সগীর আহমেদ প্রমুখ।